সাতক্ষীরায় মুন্ডা পরিবারের ওপর হামলায় গ্রেপ্তার ১

সাতক্ষীরার শ্যামনগরের উত্তর কদমতলা এলাকায় মুন্ডা পরিবারের তিন সদস্যকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্ডা পরিবারে হামলা
শ্যামনগর থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের উত্তর কদমতলা এলাকায় মুন্ডা পরিবারের তিন সদস্যকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে মারধরের মামলায় অভিযুক্ত আসামি বেবী পারভিনকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। বেবি এ মামলার প্রধান আসামি আব্দুর রশিদ গাজীর (৫৫) স্ত্রী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল এসব তথ্য নিশ্চিত করেছেন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, নিজ এলাকা থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি ৪ আসামি এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আহত অসিত কুমার মুন্ডা দ্য ডেইলি স্টারকে বলেন, আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে দিন কাটাচ্ছি। পুলিশ চেষ্টা করছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

গত শনিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আব্দুর রশীদ গাজী (৫৫), তার স্ত্রী বেবী পারভিন, তাদের ছেলে আল হোসাইন খলিফা (২৮), রাজা হোসাইন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার(২৭) দা, বটি ও দেশীয় অস্ত্র নিয়ে বাসায় ঢুকে অসিত মুন্ডা ও তার মা আনার মনি, স্ত্রী আরতি রানী মুন্ডাকে মারধর করে বলে অভিযোগ আছে।

Comments