আরও ২ মামলা, আসামি বিএনপির ৩৩০ নেতাকর্মী

গতকালের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। ছবি: সংগৃহীত

নয়াপল্টনে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় মতিঝিল ও শাহজাহানপুর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ২টি মামলা দায়ের করা হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনে করা এই ২ মামলায় বিএনপির ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম সিকদার ও শাহজাহানপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে একই ঘটনায় পল্টন থানায় ৪৭৩ জন বিএনপি নেতাকর্মীর নামে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক-আলোচনার মধ্যেই গতকাল বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন। আহত হন বিএনপির অর্ধশত নেতা-কর্মী।

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

6h ago