চুয়াডাঙ্গা সীমান্তে ৯৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি। ছবি: স্টার

চুয়াডাঙ্গা সীমান্তে ১৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক নাজমুল ইসলাম দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে আজ সকালে দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামে অবস্থান নেয় বিজিবি। এসময় দর্শনা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাওয়া একটি সন্দেহজনক মোটরসাইকেলের গতিরোধ করেন বিজিবি সদস্যরা। এসময় ওই আরোহী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ওই মোটরাসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে সাতটি প্যাকেটে মোড়ানো ছোট-বড় ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কাজ চলছে।

বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'জাতীয় নির্বাচনে নিরাপত্তা বিধানে কাজ করবে বিজিবি। এই সুযোগে সীমান্ত এলাকায় কেউ কোনো অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্বও পালন করবেন।' 

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি সহকারী পরিচালক হায়দার আলীও উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago