জামায়াত আমির শফিকুর রহমান আরও ৩ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা জঙ্গি মামলায় জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে আবারও ৩ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এ রিমান্ড আদেশ দেন।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল বাশার ৮ দিনের রিমান্ড আবেদন করেন।
৭ দিনের রিমান্ড শেষে আজ জামায়াতের আমিরকে আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, শফিকুর রহমান দেশে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের সহায়তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
এতে আরও বলা হয়, জামায়াতের আমির জঙ্গিদের তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তাই এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সিটিটিসির একটি দল গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে শফিকুর রহমানকে তার বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে।
Comments