আগামী রমজানের আগেই নির্বাচন হওয়া দরকার: জামায়াত আমির

মার্কিন কূটনীতিক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হওয়া দরকার।

আজ বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, 'তাদের সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। আগামী ইলেকশন কখন হবে, কীভাবে হবে জানতে চেয়েছেন।'

'আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে, তিনি এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা আমরা দেখতে চাই,' বলেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, 'আর আমাদের ভিউ হচ্ছে, এটা (নির্বাচন) রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে।'

'আমরা এজন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায়। আমরা সেটা আমাদের মতো করে বলেছি,' যোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, 'তারা জানতে চেয়েছেন, রিফর্ম কী হতে পারে। আমরা কী চাচ্ছি। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই, তাহলে আমাদের ইকোনমিক পলিসি ও ফরেন রিলেশনটা কেমন হবে।'

'আমরা এসব বিষয়ে তাদের সঙ্গে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছে। তারা এখানে নারী অধিকার নিয়ে কথা বলেছে, শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছে। আমরা এই সবগুলো বিষয়ে তাদের সঙ্গে কনভার্সেশন করেছি,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'আমরা আমাদের দলের ভেতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশের ভেতরে একই গণতন্ত্রের চর্চা করতে চাই। এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করব। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি। কম হোক বেশি হোক, সংসদে আমাদের সংসদ সদস্য ছিলেন,' বলেন তিনি।

জামায়াত আমির বলেন, 'এর পাশাপাশি আমরা তাদের অনুরোধ করেছি যে, আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জায়গায় আছে, একটা ক্রুসিয়াল টাইম পাস করছে। এ সময় আমেরিকার পক্ষে ৩৭ শতাংশ যে ট্যারিফ আরোপ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে।'

 

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago