সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ৩ ‘জলদস্যু’ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ জলদস্যু 'নয়ন বাহিনীর' ৩ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোর ৪টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল এলাকার থেকে তাদের আটক করা হয়।

আজ দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, 'সম্প্রতি সুন্দরবন থেকে মাছ ধরার সময় কিছু জেলেকে অপহরণ করে জলদস্যুরা। পরে কৌশলে জেলেদের উদ্ধার করা গেলেও দস্যুদের ধরা যাচ্ছিল না। তবে পুলিশের অভিযান অব্যাহত ছিল। এই ধারাবাহিকতায় আজ জয়মনির ঘোল এলাকার মিরগামারী খালের উত্তর পাড় থেকে অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোংলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।'

গেপ্তার ৩ জন হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩৫), একই গ্রামের মো. আব্বুস কবিরাজের ছেলে মো. হাছান কবিরাজ (৩০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মো. আলমগীর হোসেন হাওলাদার (৫০)।

পুলিশ জানায়, গেপ্তার ৩ জনের কাছ থেকে ১টি দেশি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, 'গ্রেপ্তারকৃত দস্যুরা কেউ আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যু নয়।  এরা সবাই এক সময় সুন্দরবনে মাছ ধরত। হঠাৎ তারা ডাকাতির কাজে যুক্ত হয়েছে। এরা নিজেদের নয়ন বাহিনীর লোক বলে পরিচয় দিয়েছে। এদের মধ্যে মাসুম ফরাজী নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচয় দিয়েছে। মাসুমের বিরুদ্ধে আগে থেকেই সুন্দরবন সংলগ্ন বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago