নরসিংদী আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট

নরসিংদী আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট
নরসিংদী আনসার ক্যাম্প। ছবি: সংগৃহীত

নরসিংদীর বড় বাজারে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি লুট হয়েছে। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসে সেলিম।

তিনি বলেন, 'নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে আমাদের ৪ সদস্য মো. আনোয়ারুল হক,  জাফর ইকবাল, রাশেদ হোসেন ও আতিক হোসেন ডিউটিতে ছিল। রাত ১টা ৩০ মিনিটের দিকে ডাকাত দলের ১৫-২০ জন সদস্য হাড়িয়াধোয়া নদীর পাশে অতর্কিতভাবে হামলা চালায় এবং কিছু বুঝে ওঠার আগেই আনোয়ারুল ও জাফর ইকবালের ২টি শটগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।'

সাজ্জাদ হোসে আরও বলেন, 'এ বিষয়ে আমাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।'

তবে, এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। এতে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

জাফর হোসেন বলেন, '১৫-২০ জন মুখোশধারী আমাদের ক্যাম্পে দরজা খোলা অবস্থায় হামলা চালিয়ে অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। ধারণা করছি তাদের মুখোমুখি হওয়ায় এ ঘটনা ঘটেছে।'

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, 'প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা তাদের পাশে থেকে সাহায্য করছি।'

নরসিংদী শহর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আনসার সদস্যরা ডাকাত দলের মুখোমুখি চলে আসায় তাদেরকে মারধর করে অস্ত্র লুট করে পালিয়ে গেছে। তাদের কেউ আহত হয়নি। বাজারের অন্য কোথাও ডাকাতির খোঁজ পাওয়া যায়নি।'

থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago