নরসিংদীতে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে গুলি

রায়পুরার মেঘনা নদীতে অভিযান চলাকালে ড্রেজার থেকে গুলির অভিযোগ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অবৈধ বালু মহালের একটি ড্রেজার থেকে গুলির ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলনের তথ্য পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ সেখানে অভিযান চালান। 

অভিযানের সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ইজারা নেওয়া একটি ড্রেজার রায়পুরার চরমধূয়া সীমান্তে বালু উত্তোলন করছিল। 

সেসময় ড্রেজারটি জব্দ করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় এবং তাদের ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও জানান, পরে স্পিডবোটে করে একই এলাকার অন্য একটি অবৈধ বালুমহালে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে ড্রেজার থেকে গুলি ছোড়া হয়। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স না থাকায় অভিযান স্থগিত করে পিছু হটতে বাধ্য হন কর্মকর্তারা।

ঘটনার পরপরই গুলির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago