টাঙ্গাইলে যুবদল কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হেকমত শিকদার। ছবি: সংগৃহীত

যুবদল কর্মী হত্যা মামলায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবং ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হেকমত শিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ রোববার বিকেলে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানিয়েছেন, সিআইডি ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাতের আদালতে হাজির করে। আদালত আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে হেকমতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগের রাতে ওই কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হেকমত শিকদারের লোকজন ব্যালট ছিনতাই করছে- এমন খবর পেয়ে বিক্ষুব্ধ কয়েকশ মানুষ স্থানীয় একটি ভোটকেন্দ্র ঘেরাও করে। এ সময় কেন্দ্রের ভেতর থেকে তাদের ওপর গুলি ছোড়া হলে ঘটনাস্থলেই স্থানীয় যুবদল কর্মী মালেক (৪৫) নিহত হন।

এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া, নিহত মালেকের পরিবার হেকমত শিকদারসহ অন্যদের আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। একাধিক তদন্তকারী সংস্থা মামলাটি তদন্ত করার পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ওই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন হেকমত।

হেকমত ২টি হত্যাকাণ্ডসহ একাধিক ফৌজদারি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।  

Comments

The Daily Star  | English

Influenza wave grips the nation

Influenza is emerging as a main driver behind the recent surge in viral fever cases nationwide, with rising numbers of both children and adults falling ill.

8h ago