ভারতে মানবপাচার চক্রের ৪ সদস্যকে সাতক্ষীরায় গ্রেপ্তার

ভারতের মানবপাচার চক্রের ৪ সদস্যকে সাতক্ষীরার কলারোয়া থেকে গ্রেপ্তার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট।
ভারতে মানবপাচার
ছবি: সংগৃহীত

ভারতের মানবপাচার চক্রের ৪ সদস্যকে সাতক্ষীরার কলারোয়া থেকে গ্রেপ্তার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট।

আজ সোমবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় সিরিয়াস ক্রাইম ইউনিটের এসআই মো. সিরাজ উদ্দিন, ছিদ্দিকুর রহমান, নাজমুল হক, কনস্টেবল জামাল হোসেন, ইনতাজ উদ্দিন এবং সিআইডি সাতক্ষীরার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররাহলেন- মো. মোকলেছুর রহমান (৩৬), মো. শহিদুজ্জামান বাবুল (৪৪), মো. আনারুল ইসলাম (৩৩) ও মো. কাজিরুল ইসলাম। তারা সাতক্ষীরার বাসিন্দা।

Comments

The Daily Star  | English

Former lawmakers Azaduzzaman Noor, Mahbub Ali arrested

Former minister for cultural affairs Asaduzzaman Noor and former state minister for Civil Aviation and Tourism M Mahbub Ali were arrested from different locations of the city last night..A team of Detective Branch (DB) arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Roa

4h ago