সেলিম প্রধানের জামিন হাইকোর্টে স্থগিত

অবৈধভাবে ৫৭.৭৯ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানকে দেওয়া নিম্ন আদালতের জামিন আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

অবৈধভাবে ৫৭.৭৯ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানকে দেওয়া নিম্ন আদালতের জামিন আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে নিম্ন আদালতের জামিনের আদেশ কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে সেলিম প্রধান ও রাষ্ট্রপক্ষকে জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

গত বছরের ১৩ ডিসেম্বর সেলিম প্রধানকে জামিন দেওয়ার নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, সেলিম প্রধানের অপরাধের গুরুত্ব বিবেচনা করে তার জামিন স্থগিত করেছে হাইকোর্ট।

সেলিম প্রধানের আইনজীবী মো. শাহারিয়া কবির বিপ্লব দুদকের আবেদনের বিরোধিতা করে বলেন, তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকায় নিম্ন আদালত তার মক্কেলকে যথাযথ ও আইনি প্রক্রিয়ায় জামিন দিয়েছেন।

অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে।

সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয়।

সেদিন রাতে গুলশানে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে তার তিন সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা দায়ের করা হয়। ঢাকার বিভিন্ন আদালতে মামলাগুলোর বিচার চলছে।

Comments