আদালত থেকে মাদক মামলার আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার

আদালত থেকে মাদক মামলার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রামে এক উপপরিদর্শকসহ পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

আদালত থেকে মাদক মামলার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রামে এক উপপরিদর্শকসহ পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার আসামি পলায়নের ঘটনা ঘটলেও আজ সোমবার তা জানা যায়। এই ঘটনায় কোতয়ালী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আদালত সুত্রে জানা গেছে, গত বুধবার এক হাজার ইয়াবাসহ ৬০ বছর বয়সী বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাচ্চুর বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ছোটরা গ্রামে। বাচ্চুকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর বাচ্চুকে আদালতের হাজতখানায় রাখা হয়। 

ওইদিন সন্ধ্যায় হাজতখানা থেকে অন্য আসামিদের সঙ্গে কারাগারে পাঠানোর প্রস্তুতির এক ফাঁকে বাচ্চু পালিয়ে যান বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুদীপ্ত সরকার।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন 'আসামি পালানোর ঘটনায় কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে ৭ পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।'

তিনি বলেন, 'অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।'

Comments