বাউল রীতা দেওয়ানের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম স্থগিত

বাউলশিল্পী রীতা দেওয়ান। ছবি: সংগৃহীত

বাউলশিল্পী রীতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

২০১৯ সালের ডিসেম্বরে টাঙ্গাইলে পালা গানের অনুষ্ঠানে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য এবং অনুভূতিতে আঘাতের অভিযোগে এ মামলা করা হয়েছিল।

কেন এ মামলার কার্যক্রম বাতিল করা হবে না, আগামী ৪ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট।

মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে জামিনে থাকা রীতা দেওয়ানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

রীতা দেওয়ানের আইনজীবী আবদুল্লাহ আল নোমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রীতা দেওয়ান ধর্ম নিয়ে অবমাননাকর কোনো মন্তব্য করেননি এবং কারও অনুভূতিতে আঘাত করেননি। তিনি ঐতিহ্যবাহী পালাগানে সাংবিধানিক অধিকার হিসেবে তার স্বাধীন মত প্রকাশ করেছেন। তাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছেন এবং ওই রুল জারি করেছেন।'

আজ শুনানি চলাকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আবেদনের বিরোধিতা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১০ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শাহজাহান কবিরের বাড়িতে এক অনুষ্ঠানে রীতা দেওয়ান সহশিল্পী শাহ আলম সরকারকে নিয়ে পালা গান পরিবেশন করছিলেন।

মামলার অন্যতম আসামি মো. শাহজাহান ও মো. ইকবাল হোসেন ওই গানের ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন।

পরে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি আইনজীবী ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে রীতা দেওয়ানের বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

ট্রাইব্যুনাল গত বছরের ২৫ অক্টোবর রীতা দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago