ঠাকুরগাঁওয়ে ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার: ১ আসামির যাবজ্জীবন, অপরজন খালাস

মো. ওমর ফারুককে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় মো. ওমর ফারুক (২৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার জেলা ও দায়রা জজ মামনুর রশিদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে।

মামলার অপর আসামি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ আগস্ট সন্ধ্যায় রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে একটি ইজিবাইক থেকে ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ এবং ইজিবাইকের চালক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন বাদী হয়ে ওমর ফারুক ও মো. রবিউল ইসলামকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আহসান হাবীব তদন্ত শেষে ২০২০ সালের ২৮ অক্টোবর ২ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago