অপরাধ ও বিচার

পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম শহর থেকে বাসায় ফেরার পথে তাকে হত্যা করা হয়।

পুলিশ সাহেবডাঙ্গা এলাকায় বাসার পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নিহত এম ওয়াজেদ আলী লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবেদ আলীর ছোট ভাই। তিনি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুলের মামা। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। এ ছাড়াও, তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল জানান, তার মামা এম ওয়াজেদ আলী সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি উপজেলার সব ধরনের প্রগতিশীল ও মানব কল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কোনোদিন কোনো মানুষের বাকবিতণ্ডাও হয়নি। দুর্বৃত্তরা কেন তার মামাকে হত্যা করল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি। কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল না। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

Comments