ইমরান-নাকানো দম্পতির ২ সন্তানের অভিভাবকত্বের রায় আগামীকাল

ইমরান-নাকানো দম্পতির ২ সন্তানের অভিভাবকত্বের রায় আগামীকাল
ইমরান ও নাকানো। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও তার স্ত্রী জাপানি নাগরিক এরিকো নাকানোর ২ সন্তানের হেফাজতের বিষয়ে আগামীকাল রায় দেওয়ার কথা রয়েছে ঢাকার একটি পারিবারিক আদালতে।

আদালতের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান সকাল ১১টায় এ বিষয়ে রায় ঘোষণা করবেন।

চলতি বছরের ২২ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন একই আদালত।

আদালত মামলার বাদীসহ ৩ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে এবং বিচার চলাকালীন শুধু এরিকো আদালতে তার জবানবন্দি দেন।

২০২১ সালের ৩১ আগস্ট হাইকোর্ট ইমরান শরীফ এবং এরিকো নাকানোকে তাদের ২ মেয়ের সঙ্গে ১৫ দিনের জন্য গুলশানের একটি ফ্ল্যাটে এক সঙ্গে থাকার নির্দেশ দিন।

আদালত সমাজসেবা অধিদপ্তরের বিষয়টি খতিয়ে দেখতে বলেছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।

 

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

42m ago