চট্টগ্রামে পুলিশের অভিযান চলাকালে আসামির মৃত্যু

চট্টগ্রামে আসামির মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ থানার শহীদ নগর এলাকায় চুরির মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় আসামির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দারা এই অভিযান চালায়।

মৃত মো. নাসির উদ্দিন (৫৫) পশ্চিম শহীদ নগর এলাকার মৃত বজল আহমদের ছেলে।

চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি ও পুলিশ সুপার কার্যালয়ের মুখপাত্র আবু তৈয়ব মো. আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাসির ফটিকছড়ি থানায় দায়ের করা গরু চুরির মামলার আসামি। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম উল্লেখ করা হয়েছে।'

'ফটিকছড়ি পুলিশের অনুরোধে ডিবির দল নাসিরের বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তার সহযোগীদের সাহায্যের জন্য চিৎকার করেন। ঘটনার পর তার লোকজন পুলিশের ওপর ঢিল ছোড়ে। ঘটনার সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘরের মধ্যেই মারা যান।'

পুলিশের অপর এক সূত্র জানায়, পাশের পুকুর থেকে নাসিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরও জানায়, পুলিশ দরজা ভাঙতে গেলে অভিযুক্ত জানালা দিয়ে পালিয়ে পুকুরে ঝাঁপ দেন।

ডেইলি স্টার এ তথ্য যাচাই করতে পারেনি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান ডেইলি স্টারকে বলেন, 'আমরা অ্যাম্বুলেন্সে নাসিরের মরদেহ পেয়েছি। তাকে হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নাসিরের বাড়িতে গিয়ে জানালা ভাঙা দেখেছি। জানালা কীভাবে ভাঙা হয়েছে, তা আগেই ভাঙা ছিল কিনা তা পরিষ্কার নয়। ঘটনাটি তদন্ত করে দেখব।'

মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago