উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

আজ বুধবার সকাল ৮ টার দিকে বালুখালী-৮ (পশ্চিম) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের দৃশ্য। ছবি: এএফপি ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক আবদুর রশিদ নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮ টার দিকে বালুখালী-৮ (পশ্চিম) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আব্দুর রশিদ উখিয়ার বালুখালী-৮ (পশ্চিম) নম্বর ক্যাম্পের আবুল বশরের ছেলে। তিনি ক্যাম্পটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, 'আজ সকাল ৮টার দিকে উখিয়ার-৮ (ওয়েস্ট) নম্বর আশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবক আব্দুর রশিদকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গুলি করে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আব্দুর রশিদকে উদ্ধার করে ক্যাম্পে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

তবে কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয় বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আবদুর রশিদের মরদেহ উখিয়া থানা পুলিশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments