অপরাধ ও বিচার

সুলতানার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নওগাঁর সুলতানা জেসমিনকে আটকের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নওগাঁর সুলতানা জেসমিনকে আটকের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'নওগাঁয় সুলতানা জেসমিনকে যখন তুলে নেওয়া হয়, তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন এখানে অপব্যবহার করা হয়েছে।'

আইনমন্ত্রী বলেন, 'এখানে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কিন্তু নেই তাকে ধরা হয়নি। যেখানে দেখছি আমরা এই আইনের অপব্যবহার হচ্ছে সেখানে অপব্যবহার বন্ধ করার আমরা ব্যবস্থা নিচ্ছি।'

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর হেফাজতে ২৪ মার্চ সুলতানা জেসমিনের মৃত্যু হয়। তিনি নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের এক অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

Comments

The Daily Star  | English

Coal shortage: Payra Power Plant to shut down after June 5

'We're struggling to import oil. We are diverting most of the gas to industries to keep those running,' says Nasrul Hamid

48m ago