জামালপুরে সাংবাদিককে ডেকে নিয়ে মারধর

এ অভিযোগ উঠেছে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
মারধরে আহত সাংবাদিক রাশেদুল ইসলাম রনি। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশিগঞ্জে এক সাংবাদিককে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

হামলায় গুরুতর আহত সাংবাদিক রাশেদুল ইসলাম রনিকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

আজ রোববার বিকেলে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক রাশেদুল ইসলাম রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একজন সাংবাদিককে মারপিট করেছিলেন। আমি সেই ঘটনার নিউজ করেছিলাম। এ কারণে আমার সঙ্গে চেয়ারম্যান ও তার সমর্থকগোষ্ঠীর খারাপ সময় যাচ্ছিল।'

রনি আরও বলেন, 'আজ বিকেলে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে বকশীগঞ্জ উপজেলা চত্বরে ডেকে নিয়ে যান। পরে তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারপিট শুরু করে। আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।'

তবে এই অভিযোগ অস্বীকার করে শিলা সরোয়ার বলেন, 'সাংবাদিক রনি আমার একটি ভিডিও গান বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে। সেটা জানার জন্যে তাকে ডেকেছিলাম।'

এ বিষযে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, 'আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে বিষয়টি জেনেছি। তারপর থেকে ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছি।'

Comments

The Daily Star  | English

HSC results to be published on October 15

The results will be published around 11:00am that day

51m ago