ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর জামিন আবেদন নামঞ্জুর

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

২০১৯ সালে দায়ের করা মামলায় তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।

বাবুল চিশতীর বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রথম মামলা এবং একই বছরের ১৫ ডিসেম্বর ৩৪ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করা হয়।

এছাড়াও, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন ও পাচারের অভিযোগে তার স্ত্রী, ছেলে রাশেদুল হক চিশতী ও তার মেয়ের বিরুদ্ধে  ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে আরও ১৫টি মামলা করা হয়।

ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে মামলা দায়েরের পর ২০১৮ সালের ১০ এপ্রিল তাকে গ্রেপ্তার করে দুদক।

২০২১ সালের ৯ নভেম্বর চার কোটি টাকা মানিলন্ডারিংয়ের মামলায় বাবুল চিশতীকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত।

একই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Comments