ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ মামলার যুক্তিতর্ক শুনানির দিন পুনর্নির্ধারণ

এদের মধ্যে বাবুল চিশতী ও রাশেদুল চিশতী কারাগারে এবং মাসুদুর রহমান ও রুজী চিশতী জামিনে মুক্ত রয়েছেন।
সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের জেল

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ৪ আসামির বিরুদ্ধে শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- বাবুল চিশতীর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান।

এদের মধ্যে বাবুল চিশতী ও রাশেদুল চিশতী কারাগারে এবং মাসুদুর রহমান ও রুজী চিশতী জামিনে মুক্ত রয়েছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাইলে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক আরাফাত হোসেন এ দিন ধার্য করেন।

এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৯ সালের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক শামসুল আলম ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

তদন্তকারী কর্মকর্তা ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদের নাম বাদ দেন, কারণ তারা ইতোমধ্যে মারা গেছেন।

২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক। 

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago