এসএস পাওয়ার প্ল্যান্টের কয়লার জাহাজে ডাকাতি, আহত ৪

এসএস
নির্মাণাধীন এসএস পাওয়ার প্ল্যান্ট। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টের কয়লাবাহী লাইটার জাহাজে ডাকাতদলের হামলার অভিযোগ পাওয়া গেছে।

ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে জাহাজের ৪ কর্মী আহত হয়েছেন। 

রোববার দিবাগত রাতে কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা এভারগ্রিন-৪ লাইটার জাহাজে হামলা চালায় ডাকাতরা। 

আহতরা হলেন-জাহাজের লস্কর আশিকুল ইসলাম, রুম্মন তাজ ও সৌরভ কাজী এবং বাবুর্চি আবুল বশর। আজ সোমবার ভোরে তাদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় আবুল বশরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জাহাজের মালিক ক্যাপ্টেন নাজমুল হোসাইন চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, গত ১০ এপ্রিল থেকে বাঁশখালী এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য বহির্নোঙরের মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে কয়লা আসছে। কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় নোঙর করা জাহাজে হামলা চালায় ডাকাতরা।

তিনি বলেন, 'ডাকাতরা জাহাজের কর্মীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। কর্মীদের টাকা ও মোবাইল ফোন লুট করেছে।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম ডেইলি স্টারকে বলেন, 'জলকদর খালের মোহনায় নোঙর করা জাহাজে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের শনাক্তে এবং গ্রেপ্তারে অভিযান চলছে। চ্যানেলটি নিরাপদ রাখতে নৌ পুলিশ কাজ করছে।'

Comments

The Daily Star  | English

HC stays Ducsu election until October 30

The HC asks the writ petitioner to file a complaint with the election tribunal along with all relevant documents within 15 days

42m ago