পান চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহে পান চুরির অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে একজনকে হত্যার অভিযোগ উঠেছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সূর্য্যমান (৫২) নামে ওই ব্যক্তি মারা যান।

নিহত সূর্য্যমান ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, 'শালিখা গ্রামে প্রচুর পানের বরজ রয়েছে। সেখান থেকে প্রায়ই পান চুরি হয়। গতকাল সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই বৃদ্ধ। গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।'

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি অপর এক রোগীর স্বজন রহিমা বেগম জানান, গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালে সূর্য্যমানকে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর তিনি বলেছিলেন যে তাকে মারধর করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স জেসমিন আক্তার বলেন, 'গতকাল সকালে কয়েকজন এসে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর আর কেউ খোঁজ নেয়নি।'

হাসপাতালের চিকিৎসক ডা. রেজোয়ান আহমেদ বলেন, 'নিহত ওই ব্যক্তির পরিবারের কেউ খোঁজ নিতে আসেনি। আজ ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।'

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, 'হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সিআইডিকে জানানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago