এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ আরেক পরীক্ষার্থীর বাবার বিরুদ্ধে

লক্ষ্মীপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

লক্ষ্মীপুরে রেস্টুরেন্টে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আরেক পরীক্ষার্থীর বাবার বিরুদ্ধে।

আজ রোববার দুপুর ২টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ ঘটনা ঘটে।

এরপর থেকেই অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে দুই এসএসসি পরীক্ষার্থী রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। এমন সময় লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী শেখ ফরিদ তার মেয়ের সঙ্গে ছেলেটিকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি ধারালো ছুরি হাতে দৌঁড়ে গিয়ে ওই ছাত্রের ওপর হামলা চালান, ছুরিকাঘাত করেন।'

'এসময় রেস্টুরেন্টে থাকা লোকজন এগিয়ে এসে তাকে নিরস্ত করেন এবং আটকে রাখেন। পরে আহত ওই ছাত্রকে সদর হাসপাতালে নেওয়ার সময় তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।'

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একে আজাদ ডেইলি স্টারকে বলেন, 'ছেলেটির হাত ও মাথায় ৩টি আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসপাতালে ভর্তি আছে।'

জানতে চাইলে আহত শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, 'বিনা কারণে উনি আমার ওপর হামলা চালিয়েছেন। আমরা দুজন ভালো বন্ধু। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কথা বলতে ও দুপুরের খাবার খেতে আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। সেখানে আরও লোকজন ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনি ছুরি নিয়ে আমার ওপর হামলা করেন।'

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসায় খোঁজ করে অভিযুক্তকে পাওয়া যায়নি। পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

1h ago