ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট, যুবকের রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজছে পুলিশ

পটুয়াখালীর বাউফলে ফেসবুকে হাতে আগ্নেয়াস্ত্র রেখে ছবি পোস্ট করা যুবকের রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজছে পুলিশ।
আসাদুজ্জামান বাবু নিজ ফেসবুক অ্যাকাউন্টে অস্ত্র হাতে ছবি পোস্ট করেন। পরে আবার সেটি ডিলিট করে দেন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ফেসবুকে হাতে আগ্নেয়াস্ত্র রেখে ছবি পোস্ট করা যুবকের রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজছে পুলিশ।

উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু (৩৫) ওই ছবি পোস্ট করেন। তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের সমর্থক বলে দাবি করেছেন। 

তবে ফেসবুকে কী কারণে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়েছেন, তা লেখা ছিল না পোস্টে।

এ প্রসঙ্গে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ডেইলি স্টারকে বলেন, 'বাউফলে রাজনৈতিক গ্রুপিংয়ের ক্ষেত্রে ফেসবুকে ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রটি একটি গ্রুপের দমন-পীড়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে। ওই আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যে কোনো সময় প্রাণনাশের ঘটনা ঘটতে পারে।'

তিনি পুলিশ ও র‌্যাবকে অবৈধ অস্ত্রটি উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন।

ছবি পোস্ট করা আসাদুজ্জামান বাবু ডেইলি স্টারকে বলেন, 'আমি ফেসবুক থেকে ওই আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে আমার ফেসবুক আইডিতে পোস্ট করি। কয়েকজন ছবিটা পোস্ট করা ঠিক হয়নি বলে জানালে ডিলিট করে দেই।'

নিজেকে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের সমর্থক দাবি করে তিনি বলেন, 'একটি পক্ষ আমাকে ফাঁসাতে চায়।'

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আ স ম ফিরোজ ডেইলি স্টারকে বলেন, 'ওই ছেলেকে আমি চিনি না। আওয়ামী লীগের কোনো কর্মী এ ধরনের কাজ করতে পারে না। পুলিশ প্রশাসনের উচিৎ বিষয়গুলোকে খতিয়ে দেখা।'

জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, 'আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করার বিষয়টি শুনেছি। আমারা অনুসন্ধান করে দেখছি পোস্টদাতার পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা।'

Comments