গ্যাটকো দুর্নীতি মামলা: ১৫ বছর পর অভিযোগ গঠনের শুনানি শুরু

খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাসুদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ থেকে অব্যহতির জন্য ৩ অভিযুক্তের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে। 

আসামিপক্ষ আজ রোববার আবেদন দাখিল শেষ করতে না পারায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসেন মামলার পরবর্তী শুনানির জন্য ৬ জুন দিন ধার্য করেন।

আসামিরা হলেন, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং গ্যাটকোর সাবেক পরিচালক এ কে এম মুসা কাজল ও এহসান ইউসুফ।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানি মুলতবি চেয়ে আজ একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

খালেদা জিয়া বর্তমানে অসুস্থ এবং সরকারের একটি নির্বাহী আদেশে কারাগার থেকে বের হওয়ার পর তার গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন, খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাসুদ।

বর্তমানে জামিনে থাকা খন্দকার মোশাররফসহ আরও ১১ আসামি আজ আদালতে উপস্থিত ছিলেন।

গ্লোবাল অ্যাগ্রো ট্রেড (প্রাইভেট) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সঙ্গে লেনদেনের সময় প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। 

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৯ আসামির আগেই মৃত্যু হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

বর্তমানে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাসহ আরও ৩৩টি মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন।

 

Comments

The Daily Star  | English

Switzerland assures cooperation in repatriating illegal assets of Bangladeshis

Switzerland has pledged to fully cooperate in repatriating illegal money deposited by Bangladeshi nationals in Swiss banks, in accordance with international standards and procedures

19m ago