ড. ইউনূসকে ১২ কোটি টাকা কর দেওয়ার আদেশ হাইকোর্টের

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. ইউনূসের করা পৃথক ৩টি আবেদন খারিজ করে আজ বুধবার এ আদেশ দেন।
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: স্টার

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে তিনটি দাতব্য ট্রাস্টকে দান করা টাকার ওপর ১২ কোটি টাকা কর দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. ইউনূসের করা পৃথক ৩টি আবেদন খারিজ করে আজ বুধবার এ আদেশ দেন।

রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মামলার এজাহারে বলা হয়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস 'অধ্যাপক মুহাম্মদ ইউনূস ট্রাস্ট', 'ইউনূস ফ্যামিলি ট্রাস্ট' ও 'ইউনূস সেন্টার' নামে ৩টি ট্রাস্টকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন।

অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার 'উপহার কর' আরোপ করে কর কমিশনার (ডিসিটি)।

অধ্যাপক ইউনূস দানকৃত অর্থের ওপর কর আরোপ চ্যালেঞ্জ করে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। তবে কর আপিল ট্রাইব্যুনাল ডিসিটির সিদ্ধান্ত বহাল রাখে। আপিলের আগে তিনি কর অফিসে ৩ কোটি টাকার বেশি জমা দেন।

ড. ইউনূস কর আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ৩টি আয়কর রেফারেন্স দাখিল করেন।

আবেদনের ওপর শুনানির পর, ২০১৫ সালের ২ এপ্রিল দাবিকৃত কর আদায়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আবেদনের ওপর শুনানির উদ্যোগ নেয়।

সে অনুযায়ী আজ এ বিষয়ে শুনানির পর রায় দেন হাইকোর্ট।

Comments

The Daily Star  | English

US visa curbs: We will not share the names

US Assistant Secretary Donald Lu says in an interview with The Daily Star

8h ago