দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ১.৭ কেজি স্বর্ণ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত ২ যাত্রীর ব্যাগ থেকে ১.৭ কেজি স্বর্ণের বার এবং স্বর্ণালঙ্কার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল রোববার ও আজ ২ দিনের অভিযানে এসব স্বর্ণ আটক করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক বশির আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সোমবার বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া একটি ব্যাগ থেকে ১২টি দরজার কব্জা (ডোর হিঞ্জ) থেকে ৭৪৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দ ব্যাগটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মনজুর আলম নামের এক যাত্রীর।'
তিনি আরও বলেন, 'গত রোববার একইভাবে দরজার কব্জার ভেতরে করে আনা আরও একটি চালান আটক করা হয়েছিল। সম্ভবত বিষয়টি জানতে পেরে ওই যাত্রী ব্যাগটি ফেলে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।'
'এ দুজন যাত্রী একই দেশ থেকে ও একই ফ্লাইটে আসায় আমরা ধারণা করছি তারা একই চক্রের সদস্য,' বলেন তিনি।
জানা গেছে, গত রোববার আটক হওয়া একটি স্বর্ণের বারসহ ৯৬৩ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আটক হওয়া ব্যক্তির নাম আবদুল করিম সজল।
এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি জব্দ করা স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
Comments