কল্যাণপুরে কাভার্ডভ্যানের ড্রাইভিং সিটে চালকের মরদেহ, ধোঁয়াশায় পুলিশ

রাজধানীর কল্যাণপুরে পার্কিং করা একটি কাভার্ডভ্যানের ভেতর চালকের মরদেহ পাওয়া গেছে।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর কল্যাণপুরে পার্কিং করা একটি কাভার্ডভ্যানের ভেতর চালকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চালকের আসন থেকে শেখ জাবের উদ্দিনের (৪৫) মরদেহ উদ্ধার করে দারুসসালাম থানা পুলিশ। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

দারুসসালাম থানার উপপরিদর্শক জিএম ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুকের ডান পাশে ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে।

উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, 'বেনাপোল থেকে আনা কাগজের বান্ডিল পুরান ঢাকায় আনলোড করে ফিরে যাচ্ছিলেন জাবের। তার মোবাইল ফোন উদ্ধারের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।'

নিহতের প্রতিবেশী নুর আলম দ্য ডেইলি স্টারকে জানান, জাবের পরিবার নিয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় থাকতেন।

Comments