১০১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ

আগামী ৭ আগস্টের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০১ বার পেছালো।

আদালত আজ বৃহস্পতিবার আগামী ৭ আগস্টের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার মহানগর হাকিম মো. শফি উদ্দিন এ আদেশ দেন।

এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত ৯ এপ্রিল ১০০ বারের মতো তারিখ নেয় র‌্যাব। সেদিন আদালত আজকের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

র‌্যাবের আগে পুলিশ ও গোয়েন্দা শাখা আরও ২ বার এই মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য তারিখ নেয়। সেটিসহ এই মামলার প্রতিবেদন জমার জন্য মোট ১০১ বার সময় নিলো আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পৃথক দুটি আদালত।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়।

তাদের একমাত্র ছেলে মাহির সরয়ার মেঘ তখন বাড়িতে ছিল। সেই সময় মেঘের বয়স ছিল ৫ বছর। এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেরেবাংলা নগর পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার পর ২০১২ সালের ১৮ এপ্রিল র‌্যাবকে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এ মামলায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments