জামালপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত সাদেক আলী (৭০) ওই গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে ও ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

জমে থাকা বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে জামালপুরের ইসলামপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার বিকেলে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাদেক আলী (৭০) ওই গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে ও ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক।

স্থানীয়রা জানান, বৃষ্টিতে সাদেক আলীর বাড়ির আঙিনায় বৃষ্টির পানি জমে যায়। বিকেল ৪টার দিকে আঙিনায় জমে থাকা পানি সরাতে গেলে এ নিয়ে প্রতিবেশী দুখু মিয়া ও তার লোকজনের সঙ্গে সাদেক আলীর কথা কাটাকাটি হয়। এ সময় তার  ওপর হামলা চালান তারা। এতে সাদেক আলী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ জনকে আটক করা হলেও তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

Comments