অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি, মানিকগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

জাগীর কাঁচাবাজার আড়ৎ, মোল্লা বাজার, পৌর কাঁচাবাজার ও মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়
অভিযান
মানিকগঞ্জের কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে মানিকগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর কাঁচাবাজার আড়ৎ, মোল্লা বাজার, পৌর কাঁচাবাজার ও মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, 'অভিযানে দেখা যায় ১৬০ টাকায় কেনা কাঁচা মরিচ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকায় বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করা, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।'

এসময় জাগীর আড়তের রুবেল ষ্টোরকে ২ হাজার টাকা, মেসার্স লেছু বাণিজ্যালয়কে ২ হাজার টাকা, মোল্লা বাজারের রাসেল ষ্টোরকে ৫০০ টাকা, মান্নান ষ্টোরকে ৫০০ টাকা এবং মানিকগঞ্জ বাজারের রুবেল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments