স্ত্রী ও ৬ বছরের শিশুকে অ্যাসিড নিক্ষেপ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও ৬ বছরের শিশুকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত স্বামী খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লার তিতাসের রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার খোকন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১ এর উপঅধিনায়ক সানরিয়া চৌধুরী।
গত ২৩ জুন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা এলাকায় মোর্শেদা বেগম (২৫) ও তার শিশু সন্তান মারিয়া আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন মোর্শেদার দ্বিতীয় স্বামী খোকন মিয়া (৫৫)। দগ্ধ মা ও শিশু রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনার ১০ দিন পর গত ৪ জুলাই থানায় মামলা করেন মোর্শেদা বেগমের মা শাহেদা বেগম।
প্রাথমিক তদন্ত ও মামলার এজাহারের বরাতে র্যাব জানায়, গ্রেপ্তার আসামি খোকন মিয়া আগেও দুটি বিয়ে করেছেন। গত ২৩ জুন ঘুমন্ত স্ত্রী ও শিশুর ওপর ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে খোকন।
গ্রেপ্তার আসামিকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ব়্যাব৷
Comments