জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরকারী ৩ দিনের রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর চালানো নাসিরকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর চালানো যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সকালে বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানো নাসির উদ্দিন (২৮) হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের বাসিন্দা।

ওই ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তারের পর আজ রোববার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার দাগার আদালতে তার রিমান্ড শুনানি হয়।

শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই হিরনময় চন্দ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, শনিবার সকা‌ল সাড়ে ৮টার দিকে ওই যুবক জেলা প্রশাসক কার্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে বেলচা হা‌তে ভেতরে ঢোকেন। পরে তিনি বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ও দরজায় আঘাত করতে থাকেন ও ব্যাপক ভাঙচুর চালান।

৮ থেকে ১০ মিনিটের মধ্যেই ওই যুবক জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে অদম্য বাংলাদেশ কর্নার, জেলা প্রশাস‌কের কক্ষ, সভাকক্ষ, অভ‌্যর্থনা কক্ষ, অতি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ ও প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত ১২টি ক‌ক্ষের জানালার কাঁচ ভেঙে ফেলেন। নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ারও ভাঙচুর ক‌রেন তিনি। 

পরে সদর থানার উপপরিদর্শক মামুনুর রশীদ আশপাশে থাকা অন্যদের সহযোগিতা নিয়ে নাসিরকে ধরে ফেলেন।

রাতেই জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা করেন।  

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago