সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

কুড়িগ্রামের রৌমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় আরও ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসলাম মিয়া (৩৫) বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী এবং পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে।

আজ বুধবার দুপুর ২টায় কুড়িগ্রামের রৌমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাদিম হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত নয়ন মিয়াকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি আসলাম মিয়ার নাম পুলিশকে জানান।'

তিনি আরও বলেন, 'গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরে সাংবাদিক নাদিমের ওপর হামলায় আসলাম মিয়া সরাসরি অংশ নিয়েছিলেন।'

তবে আসলাম নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না।  

এ নিয়ে নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে আরও জানান, 'নাদিম হত্যা মামলার আসমিদের ধরতে আমাদের বিশেষ কয়েকটি টিম কাজ করছে। আশা করি অন্য সব আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার করতে পারব।'

 

Comments