টাঙ্গাইলে ২ জনকে কুপিয়ে হত্যা

‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।’
টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের সখীপুরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘেরবাড়ি এলাকার একটি রাস্তায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহতরা হলেন—বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ শাহজালাল (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় বাঘেরবাড়ি বাজারে মুদি কাম ফ্লেক্সি লোডের দোকান আছে শাহজালালের। গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিবেশী মজনুকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হলেও রাতে আর বাড়ি ফেরেনি তারা। পরে সকালে এলাকাবাসী তাদের কোপানো মরদেহ গ্রামের কাছাকাছি একটি রাস্তায় পড়ে থাকতে দেখে। শাহজালালের মোটরসাইকেলটিও ঘটনাস্থলের কাছাকাছি পড়েছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহে ২টির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ। ২টি মরদেহেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখো গেছে।'

'আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments