বিএনপি নেতাকে তুলে নেওয়ার পরদিন গত বছরের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুর রহমানকে বাসা থেকে তুলে নেওয়ার পরে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, '২০২২ সালে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'
'আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। তাকে ঢাকার মূখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে,' বলেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কারকুন।
গতকাল দুপুরে পৌর এলাকার মজিদপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে পুলিশ আব্দুর রহমানকে তুলে নিয়ে আসে।
তার স্বজনের অভিযোগ, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই তাকে আটক করেছে পুলিশ। কেননা, আব্দুর রহমানের নামে একাধিক মামলা থাকলেও সবগুলোতে তিনি জামিনে রয়েছেন।
Comments