সাভারে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাড়ির সামনে টিসিবির পণ্য বিতরণ করার সময় হঠাৎ সাভার থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
সাভারে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশ বলছে ‘জিজ্ঞাসাবাদ’
আব্দুর রহমান | ছবি: সংগৃহীত

সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক আব্দুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী ফরিদকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

তার স্বজন জানান, আগের সব মামলায় আব্দুর রহমান জামিনে আছেন। আজ বুধবার দুপুরে বাড়ির সামনে টিসিবির পণ্য বিতরণ করার সময় হঠাৎ সাভার থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

কী কারণে তাকে তুলে নিয়ে গেছে সেটা জানা যায়নি, বলেন তারা।

আব্দুর রহমান সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বাবার নাম সোলাইমান মিয়া। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশকে কেন্দ্র করে সাভারে পুলিশ বাসায় বাসায় যাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে গিয়েছিল পুলিশ। আজ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও তার পিএসকে থানায় নিয়ে গেছে পুলিশ।'

জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

Banks mostly gave loans to their owners rather than creditworthy borrowers

Bangladesh’s banking sector was not well-managed in recent years. Banks mostly gave loans to their owners, rather than to creditworthy entities. Consequently, several banks are now in difficulty.

11h ago