কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্যকে আটকের পর হস্তান্তর

স্থানীয়দের ভাষ্য, ভারতীয় লোকজন ওই বিএসএফ সদস্যকে ধাওয়া করলে তিনি পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। তিনি মাতাল ছিলেন।
আটক হওয়া বিএসএফ সদস্য শ্রী সনু কুমার জেটপ। ছবি: সংগৃহিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটকের পর হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে ১০০৭ নাম্বার মেইন পিলারের কাছে বাংলাদেশি ভূখণ্ড থেকে তাকে আটক করেন স্থানীয়রা। তাকে পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে সোপর্দ করা হয়। এই ঘটনার ২ ঘণ্টা পর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক হওয়া বিএসএফ সদস্য শ্রী সনু কুমার জেটপ ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া ক্যাম্পের।

বিএসএফ সূত্রের দাবি, আটক বিএসএফ সদস্য নিরস্ত্র ছিলেন। তিনি তার বাহিনীর পোশাকেও ছিলেন না। বৃহস্পতিবার রাতে সীমান্তের কাছে একটি বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পথ ভুল করে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অনুপ্রবেশ করেন।

তবে স্থানীয়দের ভাষ্য, ভারতীয় লোকজন ওই বিএসএফ সদস্যকে ধাওয়া করলে তিনি পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। তিনি মাতাল ছিলেন।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের জানান, আটক বিএসএফ সদস্যকে সুস্থ অবস্থায় বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা তারাই তদন্ত করে ব্যবস্থা নেবেন।

Comments