হোটেল কক্ষ থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ 

হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
রোহিঙ্গা
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিনের হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছেন, হোটেলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মূল অভিযুক্ত আশরাফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করা হয়।

গতরাত দেড়টার দিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। 

তবে অভিযুক্তবে কখন, কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে জানাননি ওসি।

গ্রেপ্তারকৃত আশরাফুল কক্সবাজারের পাহাড়তলীর ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেমের ছেলে।

গতকাল সকালে কক্সবাজার জেলা শহরের জিরো পয়েন্টে হলিডে মোড় সংলগ্ন আবাসিক হোটেল সানমুনের একটি কক্ষ থেকে সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের এক সূত্র জানিয়েছে, কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

নিহত সাইফুদ্দিন (৪৫) কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার বাসিন্দা  আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত  কমান্ডার আবুল বশরের ছেলে।

তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,  কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক  ছিলেন। বর্তমানে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

Comments