অপরাধ ও বিচার

অধিকারের আদিলুরের বিরুদ্ধে মামলার রায় ৭ সেপ্টেম্বর

ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায়ের তারিখ নির্ধারণ করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনাল থেকে আইনজীবীদের সঙ্গে বেরিয়ে আসছেন আদিলুর রহমান। ছবিটি গত ১ ফেব্রুয়ারি তোলা হয়। ছবি: স্টার

ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় হবে আগামী ৭ সেপ্টেম্বর।

ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায়ের তারিখ নির্ধারণ করেন।

২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামি অধিকার'র সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। তারা এখন জামিনে আছেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়।

এই ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে গোয়েন্দা পুলিশ। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

Comments