বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা: সরকার, পরিবার ও আইনজীবীদের মধ্যে আলোচনা হওয়া উচিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে সরকার, তার পরিবার ও আইনজীবীদের মধ্যে আলোচনা হওয়ার উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খুরশীদ আলম বলেন, 'খালেদা জিয়ার আইনজীবীদের মাধ্যমে সরকার উনার দণ্ড স্থগিত করেননি। দণ্ড স্থগিত করেছে উনার পরিবারের আবেদনের ভিত্তিতে। এখানে উনার পরিবার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
'একান্তভাবে আমি মনে করি, এটা খালেদা জিয়ার আইনজীবী, পরিবার এবং সরকারের বিষয়। যেহেতু দণ্ড স্থগিত করেছে সরকার। যদিও আমরা বলে আসছি, (সরকার) এটা পারে না। যেহেতু দণ্ড স্থগিত সরকার করেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা; তার আইনজীবীরা বলেন, খুব মুমূর্ষু অবস্থা। এসব দিক বিবেচনা করে আমার মনে হয়, পরিবার, সরকার এবং আইনজীবীদের মধ্যে আলোচনা হওয়া উচিত,' বলেন তিনি।
খুরশীদ আলম আরও বলেন, 'দণ্ড স্থগিত করার কোনো আইনি বিধান নেই। সরকার সবচেয়ে বেশি যে জিনিসটি গুরুত্ব দিয়েছে; মানবিকতা। সেখানে এটা তো অস্পষ্ট, সবার কাছেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার যে উদাহরণ সৃষ্টি করেছেন, আমার মনে হয় না, আমাদের দেশে এ ধরনের উদাহরণ আছে আগে।'
বিদেশের চিকিৎসার অনুমতি সরকার ও খালেদা জিয়ার ব্যাপার মন্তব্য করে তিনি আরও বলেন, 'আমরা এখানে পক্ষ না। সরকার দিয়েছে নির্বাহী আদেশ, আমরা যতই বলি আইন অনুযায়ী হয় না কিন্তু সরকার তো দিয়েছে! আমার মনে হয়, এটা সরকারের ব্যাপার এবং খালেদা জিয়ার পরিবার ও আইনজীবীর ব্যাপার।
'আমি যতদূর জানি, দণ্ড স্থগিতের যে আবেদন দেওয়া হয়েছিল সেটা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে না,'
যোগ করেন তিনি।
Comments