ভিসা নীতি পুলিশের ইমেজ সংকটের কারণ হবে না: আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন বলেছেন, 'এটা আমাদের ইমেজ সংকটের কারণ হবে বলে আমি মনে করি না।'

আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে কি না—জানতে চাইলে তিনি বলেন, 'যখনই অস্ত্র প্রদর্শন হয়ে, আমরা কাজ করি। যার কাছে অস্ত্র থাকে আমরা চেষ্টা করি এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এ কাজ করি।

'জাতীয় নির্বাচনের সময় আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,' বলেন তিনি।

অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ কোনো অভিযানের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা যথা সময়ে এটা করব। কৌশলগত কারণে আমি এটা এখন বলতে চাচ্ছি না।'

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ভূবন চন্দ্র শীল আজ সকালে মারা গেছেন। এর আগে পুলিশ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হলো। সামানে নির্বাচন, এ পরিস্থিতি সম্পর্কে মত জানতে চাইলে আইজিপি বলেন, 'যে কোনো ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি। এর মধ্যে আমাদের কোনো সদস্য জড়িত থাকে তাকেও ছাড় দেই না। যে কোনো ঘটনা সংঘটিত হলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করছি।'

সন্ত্রাসীদের সংঘাত বাড়ছে। রাস্তায় সাধারণ মানুষের প্রাণ গেল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণে আছে। যে কোনো ঘটনা যখনই সংঘটিত হয়, তার বিষয়ে তদন্তপূর্বক আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এর আগেও নিয়েছি।

'আমি আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে,' যোগ করেন তিনি।

এখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না জানতে চাইলে আবদুল্লাহ আল-মামুন বলেন, 'নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।'

Comments

The Daily Star  | English

Sada Pathor Looting: Admin officials, law enforcers involved

Some government officials  including members of law enforcement agencies were involved in the rampant looting of stones from Bholaganj’s Sada Pathor area, found a probe committee of the Sylhet district administration.

6h ago