‘ডিবি পরিচয়ে ডাকাতি’ গ্রেপ্তার ৪

‘তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।’
‘ডিবি পরিচয়ে ডাকাতি’ করার অভিযোগে গ্রেপ্তারকৃত চার জন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতি করতো।

আজ সোমবার ভোররাত ২টার দিকে তাদেরকে দুমকি উপজেলা লেবুখালী টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবি পুলিশ লেখা কোটি, ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত সাদা মাইক্রোবাস ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালীর দশমিনা থানার রামবল্লভ থানার বাসিন্দা মো. খলিলুর রহমান (৪৫), সদর থানার মো. রিপন (৩৫), মির্জাগঞ্জ থানার মো. রুবেল (৩০) এবং সদর থানার মো. কাওসার শিকদার (৩০)।

সাইদুল ইসলাম বলেন, 'তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারের পর বিকেলে তাদেরকে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।'

Comments