৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: ২ জনের আমৃত্যু কারাদণ্ড

ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। 
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

২০১৭ সালে নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় ৯ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ২ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। 

আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. জীবন ও মো. ইমন। অপরাধ সংঘটনের সময় তারা কিশোর ছিল বলে আদালত সূত্রে জানা গেছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাবালিকা শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে আদালত দুই আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করেছেন। ধর্ষণ ও হত্যার শাস্তি একই সময়ে কার্যকর হবে।'

মামলার এজাহারে বলা হয়, নগরীর বহদ্দারহাট এলাকার দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ২০১৭ সালের ৬ জুন বাড়ি থেকে বাবার কর্মস্থলের দিকে যাওয়ার পথে নিখোঁজ হয়।

বাবা সোলায়মান অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা সেদিন পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৬ জুন একটি ভবন থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

সিসিটিভি ফুটেজ দেখে একই বছরের ২২ জুন মো. জীবন ও মো. ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে পাঁচলাইশ থানার সাবেক পরিদর্শক (তদন্ত) ওয়ালীউদ্দিন আকবর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত পরে ২০১৮ সালের ২৫ জুলাই তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে।

Comments

The Daily Star  | English

Govt uncertain of Hasina's whereabouts: Foreign Adviser

"We inquired with Delhi and with the United Arab Emirates, no one has been able to provide official confirmation," said the adviser

52m ago