অপরাধ ও বিচার
অবরোধের দ্বিতীয় দিন

সারা দেশে ৬ গাড়িতে আগুন

‘আগুন দেওয়া গাড়িগুলোর মধ্যে চারটি বাস, একটি লরি ও একটি ট্রাক রয়েছে।’
গাড়িতে আগুন
দিনাজপুরে আনন্দসাগর এলাকায় ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন দুর্বৃত্তরা সারা দেশে ছয় গাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আগুন দেওয়া গাড়িগুলোর মধ্যে চারটি বাস, একটি লরি ও একটি ট্রাক রয়েছে।'

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোররাত ১টা ৫ মিনিটে রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকায় একটি লরিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

এরপর ভোররাত ২টা ৪০ মিনিটে সায়েদাবাদ জনপদ মোড়ে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

মোহাম্মদ আলী আরও বলেন, 'এ ছাড়াও, আজ সকাল ৯টা ৬ মিনিটে রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে দুর্বৃত্তরা প্রজাপতি পরিবহনের একটি বাসে ও ভোর সাড়ে ৫টায় মিরপুর ৬ নম্বর সেকশনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয়।'

আজ ভোররাত ২টা ৪২ মিনিটে ফরিদপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার তথ্যও তিনি জানান।

ডেইলি স্টারের দিনাজপুর সংবাদদাতা জানিয়েছেন, আজ ভোর ৫টায় দিনাজপুর শহরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই এক ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়িয়ে গেছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'ট্রাকে আগুন দেওয়া দুর্বৃত্তদের আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে। তদন্ত শুরু করেছি।'

Comments