আয়ানের মৃত্যু: তদন্তের নির্দেশ, পরিবারকে ৫ কোটি টাকা কেন নয় হাইকোর্টের রুল

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছর বয়সী আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে খৎনার পর মারা যাওয়া আয়ানের পরিবারকে কেন ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাসপাতাল ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল জারি করেছে।

এছাও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তিন মাসের মধ্যে লাইসেন্স আছে এবং লাইসেন্সবিহীন হাসপাতালের তালিকা জমা দিতে বলেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুমের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

শাহজাহান আকন্দ সম্প্রতি ডেইলি স্টারকে বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর আয়ানকে তার বাবা-মায়ের সম্মতি ছাড়াই রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত অ্যানেসথেসিয়া দিয়ে খৎনা করানো হয়েছে বলে জানা গেছে।

অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না আসায় সেখান থেকে তাকে হাসপাতালের গুলশান শাখায় স্থানান্তর করা হয়।

সাত দিন তাকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে রাখার পর চিকিৎসকরা আয়ানকে মৃত ঘোষণা করেন, তিনি জানান।

শাহজাহান বলেন, এর আগে চিকিৎসকদের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে হাসপাতালে আরও কয়েকজন রোগী মারা গেছেন বলে অভিযোগ আছে।

Comments

The Daily Star  | English

Magura rape case: Charge sheet to be filed by tonight, says police

The charge sheet in the case filed over the rape and murder of an eight-year-old girl in Magura will be submitted before court by tonight, police said

9m ago