৭ মামলায় গয়েশ্বর ও নিপুনের আগাম জামিন

গয়েশ্বর ও নিপুনকে ২৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলাসহ ছয়টি মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রমনা ও পল্টন থানায় এসব মামলা করা হয়।

এ ছাড়া, কেরানীগঞ্জ থানায় দায়ের করা সহিংসতার মামলায় বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীকে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।

গয়েশ্বর ও নিপুনকে ২৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

মামলায় জামিন চেয়ে গয়েশ্বর ও নিপুণের করা সাতটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্ট গয়েশ্বর চন্দ্র রায়কে তার বয়স বিবেচনায় জামিন দিয়েছেন। আদালত নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন আইনজীবী ও নারী বিবেচনায়।'

গয়েশ্বর ও নিপুণের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী।

Comments