খুলনায় মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা নগরীর আহছান উল্লাহ কলেজের সামনে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন।
খুলনা

খুলনা নগরীর আহছান উল্লাহ কলেজের সামনে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ওই ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ীর নাম সাদিকুর রহমান রানা (৩৬)। গুলিবিদ্ধ অপর জনের নাম জাহিদ হাসান (৩৫)। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই বাড়ি নগরের দেবেন বাবু সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিকুর ও জাহিদ হাসান আহসান উল্লাহ কলেজের সামনের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাদিকুর। আহত জাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার পুলিশ সুপার রাশিদা বেগম বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিহত ব্যক্তির পেটের বাম পাশে, গলার নিচে ও বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago